১০ বছর পর খুলনার স্কুল ছাত্র বাপ্পী হত্যা মামলার রায় ঘোষণা
- আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
১০ বছর পর খুলনার স্কুল ছাত্র বাপ্পীর হত্যা মামলার রায় ঘোষণা করেছেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান
রায়ে মামলার আসামি মোঃ রকির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মামলার বাকি ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায়বেকসুর খালাস পেয়েছে দুই আসামি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে মো.নজরুল,রবিউল,আল আমিন, মিলন ও মুজিব হাওলাদার। খালাসপ্রাপ্ত আসামি হচ্ছে ইব্রাহিম ওরফে বাহাদুর ও মো. হাসান। আইনজীবীরা জানান, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা হকিস্টিক ও রড নিয়ে রাজুর ওপর হামলা চালায়। রাজুকে বাঁচাতে বাপ্পী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে। পরে বাপ্পীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। পরদিন নিহত বাপ্পীর বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা করেন।