১০ হাজার চিকিৎসকের হাতে পৌঁছে দেয়া হবে উপন্যাস ‘হ্যালো ডাক্তার আপা’
- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হয়ে রাতদিন লড়াই করা ১০ হাজার চিকিৎসকের হাতে পৌঁছে দেয়া হবে টেলিমেডিসিন চিকিৎসা সেবা নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘হ্যালো ডাক্তার আপা’।
আর উপহার সরূপ এসব বই পৌঁছে দিবেন মিকা ফার্মাকেয়ার লিমিটেড নামে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। শনিবার রাতে পর্যটন নগরী কক্সবাজারে ‘হ্যালো ডাক্তার আপা’ বইয়ের লেখক রাহিতুল ইসলামের সঙ্গে মিকা ফার্মাকেয়ার লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।সাগর পাড়ের একটি তারকা মানের হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিকা ফার্মাকেয়ার লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল করিম টিপু ও বইয়ের লেখক রাহিতুল ইসলাম স্বাক্ষর করেন। এ সময় মিকা ফার্মাকেয়ার লিমিটেডের চেয়ারম্যান সুরাইয়া আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি সত্বেও যেভাবে অসুস্থ মানুষকে সেবা দিয়েছেন সেই মানবিক চিত্র তুলে ধরা হয়েছে জনপ্রিয় এই উপন্যাসে। এ কারণে ডাক্তারদের আন্তরিক সাহসীকতার স্বীকৃতি সরূপ ‘হ্যালো ডাক্তার আপা’ বইয়ের ১০ হাজার কপি ক্রয় করে সারাদেশে চিকিৎসক ও নার্সদের উপহার দেয়ার সিদ্ধান্ত নেয় মিকা ফার্মাকেয়ার লিমিটেড।