১১ জেলায় মোট ৩৭ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৮:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে প্রথম দিনে ১৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, নেত্রকোণায় ৩ জন, সাভারে ২ জন, ময়মনসিংহে ১ জন, সাতক্ষীরায় ১, চট্টগ্রামে ১, মুন্সীগঞ্জে ৫, বগুড়ায় ১, ঝালকাঠিতে ১, মাগুরায় ১ জনসহ ১১ জেলায় মোট ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে প্রথম বারেরমতো ২৪ ঘণ্টায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩ জন কক্সবাজারের বিভিন্ন উপজেলার এবং ৪ জন পাশ্ববর্তী বান্দরবান জেলার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ ২৪ ঘন্টায় বাবা-ছেলেসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ এ ।
নেত্রকোণায় নতুন ৩ জন করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন।
সাভারে ২৪ ঘন্টায় নতুন করে আরও ২জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ২৭জনে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত একজন হলেন ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার এক নারী।
সাতক্ষীরায় এই প্রথম একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন এনজিও কর্মী।
চট্টগ্রামে নতুন করে আরো ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মুন্সীগঞ্জের ৬ উপজেলায় আজ শুক্রবার (পহেলা মে) নতুন করে ৫ জন স্বাস্থ্যকর্মীসহ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ১০৯ জন।
বগুড়ায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি আদমদিঘীর ইসবপুরে। এ নিয়ে বগুড়ায় ২০ জন আক্রান্ত হল।
জামালপুরে জেনারেল হাসপাতালে এক নার্সসহ ৪ জনের দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জন।
ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯ জন আক্রান্ত হলেন।
……….
মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্টের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।