১১ জেলায় ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে
- আপডেট সময় : ০৪:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৯ জন, বগুড়ায় ৮ জন, দিনাজপুরে ৩ জনসহ ১১ জেলায় ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৭৯ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৯ শো ছাড়ালো। তাদের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় দুই ডাক্তারসহ নতুন করে আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বগুড়ায় ১৮৯ জন করোনায় আক্রান্ত হলো।
মানিকগঞ্জে এক স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।
জামালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৩ জন।
হবিগঞ্জে নতুন করে আরো ৫ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন আরো ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন মোট ১৩২ জন।
ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আরো ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯১ জনের করোনা শনাক্ত হলো। আর এ পর্যন্ত করোনায় মারা গেছে ৬ জন এবং সুস্থ হয়েছেন ১৪০ জন।
মাদারীপুরে নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুরে ৮৮ জন করোনা রোগী শনাক্ত হলো।
এদিকে, নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালে করোনা স্যাম্পল গ্রহণ বন্ধ রয়েছে। হাসপাতাল ল্যাবের এমটি হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হওয়ায় ৪ দিন ধরে এই কার্যক্রম বন্ধ রয়েছে। মোহনগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মৌলভীবাজারে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১০২ জন আক্রান্ত হলেন।