১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাকারবার্গের
- আপডেট সময় : ০৮:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
টুইটারের পর এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে মেটার কর্মীসংখ্যা এখন ৮৭ হাজার। সেখান থেকে ১১ হাজার কর্মীকে বিদায় জানাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এই সিদ্ধান্তকে প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি বলে উল্লেখ করে বলেন, ‘আমি জানি এটা সবার জন্যই কঠিন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি দুঃখিত।’
দিন কয়েক আগে টুইটার কেনেন টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক। কেনার পর প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ে উদ্যোগী হন তিনি। সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটির ৩ হাজার ৭০০ কর্মী চাকরি হারাবেন। মেটার ঘোষণাটি এর পরপরই এল।
আরও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা কমিয়ে আনার ঘোষণা সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে।
করোনাকালে মেটার আয় স্বাভাবিক সময়ের চেয়ে বেশ বেড়ে যায়। এতে বাড়তে থাকে প্রত্যাশার চাপ। সে প্রত্যাশা পূরণের ব্যর্থতাকেই কর্মী ছাঁটাইয়ের জন্য দায়ী বলে জানিয়েছেন জাকারবার্গ। ‘সার্বিক অর্থনৈতিক মন্দা’ এবং ‘প্রতিযোগিতা বেড়ে যাওয়া’য় আশানুরূপ আয় হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে জাকারবার্গ বলেছেন, ‘অনেকে ধারণা করেছিলেন এই প্রবৃদ্ধির হার স্থায়ী। আমিও তেমনই ভেবেছিলাম। তাই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিই। আমি বুঝতে ভুল করেছি এবং আমি এর দায়দায়িত্ব নিচ্ছি।’