১২ বছর ধরে স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে
- আপডেট সময় : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
১২ বছর ধরে স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সকালে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপানে মাসব্যাপি কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। জাতির কাছে প্রকৃত ইহিহাস তুলে ধরা হবে-উল্লেখ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে জাতি সঠিক ইতিহাস জানেনা, তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। সারাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নির্বিঘ্নে উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে সহযোগিতার আহবান জানান। শুরুতে বিশিষ্ট কলামিষ্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। ১ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্বোধনের মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠান উদযাপন করার কথা জানান তিনি। ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, ৭ মার্চ আলোচনা সভাসহ মাসব্যাপি নানা অনুষ্ঠানের ঘোষণা করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিকেলে পুলিশ মহাপরিদর্শকের সাথে বৈঠকের কথা রয়েছে বিএনপি নেতাদের।