১৩ জেলায় নতুন করে মোট ৩৩৯ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, সাভার, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ১৩ জেলায় নতুন করে মোট ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
চট্টগ্রামে নতুন করে আরো ৯০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ শো ছাড়ালো।
সাভারে একদিনে নতুন করে আরও ৪২ জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত ২৫৭ জন।
মুন্সীগঞ্জে নতুন করে আরো ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৩০ জন।
মৌলভীবাজারে নতুন করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যর্কমী ও সাংবাদিকসহ ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৩ জনে।
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের ৮৮ জন।
হবিগঞ্জে গত একদিনে নতুন করে আরো ২৫ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জন।
ময়মনসিংহে নতুন করে আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৪৯ জনের করোনা শনাক্ত হলো।
দিনাজপুরে গেল আরো ১১ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১১৪ জন।
নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, দাড়িয়েছে ১৭৭ জনে।
পটুয়াখালীতে পৌর মেয়রসহ নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪০ জন।
পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
ঝালকাঠিতে নতুন করে ৬জন করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়াও নতুন করে গাইবান্ধায় ২জন ও পাবনায় একজন শনাক্তম হয়েছে।