১৩ বছরে সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
১৩ বছরে সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাহিনীর সদস্যরা জঙ্গিবাদ, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাহিনীর সদস্যদের সব সময় মাথা উঁচু করে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের নিকট নতুন পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ২০৩০ সালের ফোর্সেস গোল অনুযায়ী চলছে