১৪৪ ধারার মধ্যে ফেনীতে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেছে বিএনপি
- আপডেট সময় : ০২:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
১৪৪ ধারার মধ্যে ফেনীতে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেছে বিএনপি। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। শহরের তাকিয়া রোডে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। বাধে সংঘর্ষ। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।
বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ফেনীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের কাছ থেকে গতকাল ফেনী ওয়াপদা মাঠে সমাবেশের অনুমতি নেয় বিএনপি। মঙ্গলবার ফেনীর আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর জানাজা ও দাফনের কারণে কর্মসূচি স্থগিত করে বুধবার তারিখ দেয় দলটি। অনুমতি চেয়ে আবারো আবেদন জানানো হয়। অন্যদিকে, আজ একই স্থানে সমাবেশের জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করে যুবলীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ওয়াপদা মাঠ, আশপাশের এলাকাসহ পৌর এলাকায় ১৪৪ ধার জারি করে সব সমাবেশ বন্ধ করে দেয় প্রশাসন। এর আগে সোমবার রাতে বিএনপির নির্ধারিত সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করা হয়। বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ একইসময়ে একইস্থানে সমাবেশ আহ্বান করলে এ সিদ্ধান্ত নেয় নওগাঁ প্রশাসন। পরে সমাবেশ স্থগিত করে বিএনপি।