১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউনের প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি-বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির হঠাত অবনতি রুখতে ৭ দিনের কঠোর লকডাউন এর দ্বারপ্রান্তে দেশ। ১৪ এপ্রিল ভোর ৬টায় শুরু হয়ে এ লকডাউন আপাতত চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।
লকডাউনে চলাচলে বিধিনিষেধ আরোপ করে সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া এসময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। জরুরি সেবা কিংবা পণ্যবাহী যানবাহন ছাড়া বন্ধ থাকবে অন্য সব যান চলাচল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটের দূরপাল্লার বাসও। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা জায়গায় কাঁচাবাজার বসতে পারবে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে চলবে কার্গো ফ্লাইট, চার্টার ফ্লাইট ।
শপিংমল, দোকানপাট বন্ধ থাকলেও নিত্যপণ্য বেঁচাকেনা করা যাবে সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত। খোলা থাকবে ওষুধের দোকান। মাঠে থাকবে স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলাবাহিনী।
তবে, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস ও শিল্পকারখানা খোলা থাকবে বলে জানানো হয়েছে। মালিকদের প্রতি, কর্মীদেরকে প্রতিষ্ঠানের নিজ পরিবহনে যাতায়াতের নির্দেশ এবারো দিয়েছে সরকার ।
করোনা বেড়ে যাওয়ায় এর আগে ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সরকার সারা দেশে এক সপ্তাহের বিধি-নিষেধ জারি করে ।