১৫ নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য পর্যটন ভিসা চালু করবে ভারত: হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য ভারত পর্যটন ভিসা চালু করবে বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, প্রথমে বিমানপথে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। এতে ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথেও ভিসা দেয়ার কথা জানান ভারতীয় হাইকমিশনার। দু’দেশের সম্প্রীতির বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়েও ভারত সরকার বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট। এসময় তিনি দু’দেশের সীমান্ত সম্পর্ক ও আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিএএফের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন।