১৫ হাজার দিয়ে শুরু গরুর খামার এখন পুঁজি প্রায় ৭০লাখ টাকা
- আপডেট সময় : ০৭:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নড়াইলের সফল গরু খামারী আব্দুল কাদের। ৭ বছর আগে ১৫হাজার টাকা দিয়ে শুরু করলেও এখন তাঁর পুঁজি দাড়িয়েছে প্রায় ৭০লাখ টাকা। খামারে গরুর সংখ্যা এখন ৮টি। গাভী থেকে উৎপাদিত দুধ বিক্রি করেই চলছে সংসারের খরচ। এছাড়া গরুর খাবারসহ খামারের খরচও উঠে আসছে দুধ বিক্রির টাকা দিয়ে। আব্দুল কাদেরের সফলতা দেখে অনেক বেকার যুবকরা খামার স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। প্রাণি সম্পদ বিভাগও সহযোগিতায় হাত বাড়িয়েছে।
সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের যুবক আব্দুল কাদের ২০১৫ সালে মাত্র ১৫ হাজার টাকায় একটি গরু কিনে ক্ষুদ্র পরিসরে শুরু করেন খামার। প্রাণি সম্পদ বিভাগ, ইউটিউব সহ বই পড়ে অভিজ্ঞতা অর্জন করে এগোতে থাকে সামনের দিকে। একে একে বাড়তে থাকে গরুর সংখ্যা। ৭ বছরের ব্যবধানে খামারে গরু হয়েছে ৮টি। খামারের বড় ষাড়টি বিক্রি হবে ১০ লক্ষাধিক টাকার উপরে বলে আশা করছেন খামার মালিক। শুধু তাই নয়, গাভী থেকে উৎপাদিত দুধ বিক্রির টাকায় খামার ও পরিবারের খরচ চলছে তার।
খামারে আব্দুল কাদেরের পাশাপাশি শ্রম দেন তার পরিবারের সদস্যরা। কাদেরের এমন সফলতায় খুশি পরিবার।
আব্দুল কাদেরের খামারের এমন সফলতায় এলাকার বেকার যুবকরাও খামার গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে। অনেকেই বিদেশে না গিয়ে ও চাকুরীর পিছনে না ঘুরে খামারে আসছে পরামর্শ নিতে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনে করেন, বিদেশ বা চাকরীর পিছনে না ঘুরে সামান্য পূঁজি নিয়ে খামার গড়ে তুলে আব্দুল কাদেরের মতোই সফলতা পওয়া সম্ভব। প্রাণি সম্পদ বিভাগ সব সময় খামারীদের পরামর্শ ও সহযোগিতা করবে।
বেকারত্ম ঘোচাতে ও মাংসের চাহিদা পূরণে বেকার যুবকেরা খামারের প্রতি আগ্রহী হয়ে উঠবে এমনটাই প্রত্যাশ সকলের।