১৬তম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিলসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন দাবীতে ১৬-তম দিনে অবস্থান কর্মসূচী পালন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে ইতিহাস বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে।সংবাদ সম্মেলনে বলেন, ইউজিসি থেকে তদন্ত কমিটি গঠন করায় আগামী ৫ মার্চ পর্যন্ত তাদের আন্দোলন শিথিল করা হয়েছে। ইতোমধ্যে তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকের তালা খুলে হয়েছে। ৫ মার্চের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া না হলে ঢাকায় ইউজিসি ভবন ঘেরাওসহ আমরন অনশন করার ঘোষনা দেন শিক্ষার্থীরা।