১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা নির্বাচন। পৌরসভা দুটিতে বিএনপি’র একক মেয়র প্রার্থী থাকলেও, আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছে একাধিক। এদিকে, জমে উঠেছে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচন। নাগরিক সুবিধা বঞ্চিত ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যাকে কাছে পাবেন তাকেই ভোট দেবেন।
শেষ মুহূর্তে জমে উঠেছে হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দুটি পৌরসভায় মেয়র পদে বিএনপি’র একক প্রার্থী থাকলেও, আওয়ামী লীগের স্বতন্ত্রসহ রয়েছে একাধিক। ফলে স্বস্তিতে নেই ক্ষমতাসীন দল। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায় সাধারণ ভোটাররা। বিদ্রোহীরা এক পর্যায়ে নৌকার পক্ষে কাজ করবে বলে আশা করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী। দুই পৌরসভাতেই পুলিশি হয়রানির অভিয়োগ করেন, বিএনপি’র মেয়র প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার কুমারখালী প্রথম শ্রেনীর পৌরসভা হলেও, নাগরিক সেবা নেই বললেই চলে। জলাবদ্ধতা, ভাঙ্গা রাস্তা-ঘাট, জানজটসহ রয়েছে নানা সমস্যা। বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ করেনি জনপ্রতিনিধিরা। তাই, এবার ভেবে-চিন্তে ভোট দেবেন বলে জানায় ভোটাররা। ইভিএম নিয়ে সংশয়ের কথা জানান, বিএনপি’র মেয়র প্রার্থী। অতীতের মতো এবারও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। কুমারখালী পৌরসভার ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৮০ জন।