১৬ বছরেও শেষ হয়নি জেএমবির সিরিজ বোমা হামলার বিচার
- আপডেট সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
১৬ বছরেও শেষ হয়নি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির সিরিজ বোমা হামলার বিচার । তদন্তে গাফলতি, সাক্ষীর অনুপস্থিতি এবং আসামীদের নাম পরিচয় না জানা সহ নানা সীমাবদ্ধতায় ১৫৯ মামলার মধ্যে ৪৩ মামলার কার্যক্রম এখনো ঝুলে আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচিত এসব মামলার বিচার দ্রুত শেষ করার হবে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন । এদিকে আইন-শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে জেএমবিসহ দেশর জঙ্গী সংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে বলে জানায় রেব।
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামল ২০০৫ সালের ১৭ আগষ্ট জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা করে। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত শতাধিক আহত হয়।
আলোচিত এই বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া ১৫৯টি মামলার মধ্যে ১৪৯টি’র অভিযোগপত্র দেয় পুলিশ। এরমধ্যে নিম্ন আদালতে ১০০টি মামলার রায়ে ৩৫ জনকে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৩৫০ জনকে।
নিম্ন আদালতে রায় হওয়া এসব মামলার বেশিরভাগ এখনো উচ্চ আদালতে নিস্পত্তির অপেক্ষায় । করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে মামলাগুলোর বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
আইন-শৃখলা বাহিনী কঠোর ভূমিকার কারণে জেএমবিসহ দেশের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে দাবি করেছে রেব। জেএমবি নতুন নামে সক্রিয় হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানায় সংস্থাটি।
আগামীদিনেও যেন জঙ্গিরা সংগঠিত হতে না পারে, সে বিষয়ে আইন-শৃখলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান এ রেব কর্মকর্তা।