১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার এবি ব্যাংকের ১৫ কর্মকর্তার কি ব্যবস্থা নেয়া হয়েছে
- আপডেট সময় : ০২:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেফতারে কি ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়ে দুদক চেয়ারম্যান, পুলিশের আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
আগামী ২৬ জুনের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতেও নির্দেশ দেয় উচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে গত ৭ ডিসেম্বর এবি ব্যাংকের ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্যাংকটির ১৫ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করার জন্যও বলেছিলেন। রাষ্ট্রপক্ষ জানায় দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সেই সূত্র ধরে গত ৯ জুন মামলা করে দুদক।