১৭ জেলায় মোট ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে
- আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে নতুন করে জেলা প্রশাসকসহ চট্টগ্রামে ৯৬ জন, ফেনীতে ৩১ জন, চুয়াডাঙ্গায় ২৭ জনসহ ১৭ জেলায় মোট ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন।
চট্টগ্রামে একদিনে আরো ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে । এদের মধ্যে ৪জন দ্বিতীয়বারের মতো আক্রান্ত। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৯শ’ জন ছাড়ালো।
মুন্সীগঞ্জে নতুন করে জেলা প্রশাসকসহ ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ৩৯৯ জনে করোনা শনাক্ত হলো। আর এই পযন্ত মারা গেছে ১৩ জন। আর সুস্থ হয়েছে ৩৮ জন।
ফেনীতে নতুন করে আরও ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।
চুয়াডাঙ্গায় একদিনে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক ও দুই স্বাস্থ্য কর্মীসহ ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দিনাজপুরে ৩ নারীসহ নতুন আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন মোট ৮২ জন।
নেত্রকোনায় পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ একদিনে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে এক চিকিৎসকসহ নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
হবিগঞ্জে নতুন করে আরো ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন মহিলা।
মানিকগঞ্জে ১ নারীসহ আরও ৮ জনের শনাক্ত হয়েছে।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় এক নারী স্বাস্থ্য কর্মীসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
পিরোজপুরে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা ফেরত যুবকের করোনা শনাক্ত হয়েছে।দাড়কি গ্রামে ওই যুবকের বাড়িসহ ৭টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৮২ জন।
গাজীপুরে নতুন করে দুই পোশাক শ্রমিকসহ ৬৪ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে ৫৬০ জনের করোনা শনাক্ত হলো।
যশোরে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে যশোরে মোট ৯২ জন করোনা রোগী শনাক্ত হলো।
নোয়াখালীতে ৮ জনের করোনা শনাক্ত, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২৭ জন।