১৯৭৫ সালের আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও বঙ্গবন্ধুকে বাচাঁতে পারেনি :কৃষকলীগ সভাপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
১৯৭৫ সালের আওয়ামী লীগ ১৫ই আগষ্ট ক্ষমতায় থাকার পরও বঙ্গবন্ধুকে বাচাঁতে পারেনি। এই ব্যর্থতার দায় তখনকার আওয়ামী লীগ এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন কৃষকলীগ সভাপতি সমীর চন্দ্র চন্দ।
সাভারের গেন্ডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র চন্দ এ কথা বলেন। এসময় ৩শ’ এতিম ও অনাথদের মৌসুমি ফল এবং ৫শ’ কৃষকের মাঝে সার-বিজ বিতরণ করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম এমপি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।