১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রানির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সঙ্গে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ছোট বোন শেখ রেহানা ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে স্বাক্ষর করেন। তিনি বলেন, তিনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিকবার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সময় রানির আন্তরিকতা ও উষ্ণ আতিথিয়েতায় কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।