১ কোটি ২৫ লাখ পরিবারের কাছে নগদ টাকা, খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০২:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
১ কোটি ২৫ লাখ পরিবারের কাছে নগদ টাকা, খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে বৈশ্বিক করোনা মহামারী, ঘুর্ণীঝড় আম্ফান আর চলমান বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, দলীয় অঙ্গীকার ও বঙ্গবন্ধুর আদর্শই তাদেরকে এই কর্তব্যে অনুপ্রাণীত করেছে।
দেশের এক তৃতীয়াংশ ভাসছে বন্যার পানিতে। খোদ রাজধানীরও কিছু অংশ তলিয়ে গেছে। করোনার মহামারীতে মার্চ থেকেই ধুঁকছে দেশ।তার উপর স্বাভাবিক সময়ের আগে এবং মাসব্যাপী দীর্ঘ এ বন্যায় গৃহ, সহায়হারা মানুষ পরেছে চরম বিপাকে।
দীর্ঘমেয়াদী বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভিডিও কলে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে সামিল হয়ে সমন্বয়ের তাগিদ দিচ্ছেন তিনি । তারই নির্দেশে প্রতিদিন নেতারা তৃণমূলের কাছ থেকে প্রত্যন্ত অঞ্চলের বন্যা ও করোনা পরিস্থিতির খবর নিয়ে পাঠাচ্ছেন কেন্দ্রের পক্ষ থেকে সাহায্য। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশ।
ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি প্রথম থেকেই প্রথম থেকেই সমন্বয় করছে ত্রান বিতরণের বিষয়টি। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বলেন, প্রতিটি উপজেলা , ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে বন্যা ও করোনা পরিস্থিতির বিস্তারিত তথ্য নিয়ে ত্রাণসহ অন্যান্য সহযোগিতা পাঠানো হচ্ছে।
আওয়ামী লীগ বলছে, করোনা ও বন্যাসহ যে কোন দুর্যোগে মানুষের পাশে আছে এবং থাকবে উপমহাদেশের প্রাচীনতম এই দল।