২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক :জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনকল্যাণমূলক বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে, আকারে বড় হওয়ায় বাস্তবায়নে সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও মনে করেন তিনি।
বিকেলে রাজধানীর বনানী চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তৎক্ষণিক প্রতিক্রিয়া একথা বলেন জি এম কাদের । বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিতের আহবান জানিয়ে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্যখাত ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দে সন্তোষজনক। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দের আহবান জানান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান।