২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত
- আপডেট সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপি করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ার পরিপ্রেক্ষিতে-২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করা হবে। এর আগে গত ২০ জুন ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। বিধি মেনে আগামী ২৯ জুন শুরু হয়ে তা ১১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এবারের এইচএসসি পরীক্ষায় কোনো নির্বাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না বলে নির্দেশ প্রদান করা হয়। করোনা মহামারির কারণে গতবছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের উপর এইচএসসির ফলাফল দেয়া হয়। এবছর ৮৪ দিনের পাঠ্য পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা হলেও করোনা মহামারির কারণে তা অনিশ্চয়তা দেখা দিয়েছে।