স্বাস্থ্যখাতে বাজেট বাড়লো ৩ হাজার কোটি টাকা
- আপডেট সময় : ০৮:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বাজেটে করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে ২০২১-২২ অর্থবছরে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, স্বাস্থ্যখাতে বরাদ্দ এবার গত বছরের তুলনায় ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা করা হয়েছে। বাজেট বক্তৃতায় তিনি বলেন, মহামারি করোনা মোকাবিলায় যা যা করা দরকার তার সবই করবে সরকার। এ কারণে গত অর্থবছরের মতো আগামী অর্থবছরেও জরুরি চাহিদা মেটাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
২০২০ এর মার্চে করোনা বিস্তারের শুরুতেই থমকে দাঁড়ায় দেশের অর্থনীতি। টানা বিধি নিষেধে আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্যে নেমে আসে কিছুটা স্থবিরতা। তবে করোনায় দৃশ্যমান হয়ে ওঠে স্বাস্ব্য খাতের নানা অসঙ্গতি। করোনা টেস্ট, প্রতিরোধ ব্যবস্থা ও সরঞ্জাম, মাস্ক, পিপিই, অক্সিজেন সরবরাহ বা হাসপাতালের বেড সব কিছুই ছিল অপ্রতুল।
সেই পরিস্থিতিতে এবারের বাজেটে করোনা মোকাবিলায় আলাদা বিশেষ বরাদ্দ রেখেছে সরকার। জনগণকে বিনামুল্যে করোনার টিকা দিতে গেল অর্থবছরের মত এবারও প্রস্তত সরকার।
স্বাস্থ্যখাতে প্রধান গুরুত্ব দেয়ার কথা থাকলেও বরাদ্দের দিক দিয়ে সেটি রয়েছে ৬ নম্বরে। স্বাস্থ্য সেবা বিভাগে বরাদ্দ রাখা হয়েছে 25 হাজার 9শ 14 কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগে বরাদ্দ রাখা হয়েছে 6 হাজার 8শ 17 কোটি টাকা।
যদিও করোনা মোকাবিলায় বাজেটে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।
করোনা আক্রান্ত কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সে জন্য মাস্টারপ্ল্যানের আলোকে দেশের সরকারি হাসপাতালগুলোকে অত্যাধুনিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে নতুন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে বিশেষ প্রণোদনা। করোনা নিয়ন্ত্রণে কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই এবং ভ্যাকসিন আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা এবারও বহাল থাকছে।