২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী নয় : ড.আব্দুল মজিদ
- আপডেট সময় : ০৮:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড.আব্দুল মজিদ। সকালে জাতীয় প্রেসক্লাবে বাজেট নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আইবিএফবি’র নেতারা বলেন, ন্যূনতম কর আহরণের বিষয়টি জটিলতা ও জালিয়াতি বাড়াবে।
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট কতোটা ব্যবসা ও জনবান্ধব তা নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ, আইবিএফবি। অর্থনীতির ঝুকিঁ মোকাবিলা জন্য ৪ হাজার কোটি টাকার আলাদা বরাদ্দ প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে ন্যুনতম কর আহরণের প্রক্রিয়াটি প্রশাসনিক জটিলতা ও জালিয়াতি বাড়াবে বলে দাবি করেন আইবিএফবি সভাপতি হুমায়ুন রশিদ।
বাজেটে ব্যাংক ঋণ মূল্যস্ফীতি কমানোর বাধা উল্লেখ করে আইবিএফবির সহ-সভাপতি এম এ সিদ্দিক বলেন কমিয়ে আনতে হবে ব্যাংক ঋণ জটিলতা বেশি থাকায় বাজেট বাস্তবমূখী নয় বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড.আব্দুল মজিদ।