২০২৪-২৫ অর্থবছরের পর বিদেশী ঋণে অস্বস্তিকর অবস্থানে চলে যাবে বাংলাদেশ : ড. দেবপ্রিয়
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থবছরের পর বিদেশী ঋণ পরিশোধে বাংলাদেশ অস্বস্তিকর অবস্থানে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান- সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, একদিকে জিডিপি’র তুলনায় বাড়ছে বিদেশী ঋণ, অন্যদিকে কমছে কর আহরণ।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশের সরকারি দায়-দেনা’ শীর্ষক আলোচনায় একথা বলেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, সরকারের বাজেট ঘাটতিতে অভ্যন্তরীণ ও বিদেশী ঋণ এবং সুদের হার বাড়ায় টাকার বিনিময় হার ঝুঁকিতে পড়ছে। এতে বাড়ছে মূল্যস্ফীতি। কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অন্যদিকে, উচ্চমূল্যে নানা উন্নয়ন প্রকল্প নেয়ার পাশাপাশি ২০২৬ সালে এলডিসি’র সুবিধা বন্ধ হওয়ায় রপ্তানী আয়ও ঝুঁকিতে পড়বে বলে জানান সিপিডির এই বিশেষ ফেলো। অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, শুধু সরকারের বিদেশী ঋণ নয়, বেসরকারি খাতের নেয়া বিদেশী ঋণও গত ১০ বছরে অনেক বেড়ে ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এমন অবস্থায় সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে অস্বস্তিকর হয়ে উঠবে বলে মনে করেন ড. দেবপ্রিয়।