২০২৫ সালে নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
২০২৫ সালে নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে এটি ধাপে ধাপে চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুপুরে রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বিজয়ের ৫০ বছরে ৫০ বার রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ থেকে প্রাথমিক এবং মাধ্যমিকে ১শ’টি করে প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। তৈরি হচ্ছে টিচার্স গাইড। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ থেকে এ কার্যক্রম চলবে সারাদেশে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। ২০২৫ সালে সারাদেশে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি।