২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের
- আপডেট সময় : ০৯:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আর মাত্র চার দিন বাকি। ২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের। বিশ্বমঞ্চে প্রিয় খেলোয়াড়ের পারফরমেন্স উপভোগের অপেক্ষায় সারা বিশ্ব। তবে, মেসি-রোনালদো-নেইমারের শেষ বিশ্বকাপ হওয়ায়- ভক্তরা উন্মুখ হয়ে আছে তাদের খেলা দেখতে।
সর্বকালের সেরা ফুটবলারের তালিকা তৈরি করতে গেলে যে দুটি নাম সবার উপরে দেখা যাবে তারা হলেন মেসি ও রোনালদো। ক্লাব ও ব্যক্তিগত অর্জনে সবার উপরে এই দুজন। তবে দুজনেরই অধোরা বিশ্বকাপ ট্রফি।
ক্ল্যাব ক্যারিয়ারের সব থেকে ডেকোরেটেড ফুটুবলার লিওনেল মেসি। জিতেছেন সাম্ভব্য সব শিরোপা। তবে জাতীয় দল এলেই যেন পাল্টে যায় চিত্র। ছুয়ে দেখা হয়নি ফুটবলের সবচেয়ে মুল্যবান ট্রফি বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে মেসির একমাত্র অর্জন গেল বছরের কোপা আমেরিকা ট্রফি।
বিশ্বকাপে মেসির সব থেকে বড় অর্জন ২০১৪ বিশ্বকাপের ফাইনাল। খুব কাছে গিয়েও ছুয়ে দেখা হয়নি স্বপ্নের ট্রফি। তাই নিজের শেষ বিশ্বকাপে অধোরা ট্রফি জয়ের আসা নিয়ে মাঠে নামবে এল এম টেন।
আর্ন্তজাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের অধিকারী ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশকে জিতিয়েছেন ২০১৬ ইউরো ট্রফি। তবে বিশ্বকাপে রোনালদোর সর্বোচ্চ অর্জন ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে সেমিফাইনাল খেলা। নিজের শেষ বিশ্বকাপে আগের সব অর্জনকে ছাপিয়ে যেতে প্রস্তুত সি আর সেভেন।
বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। তবে নিজেদের শেষ বিশ্বকাপ ট্রফি জিতেছে ২০ বছর আগে। দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার জুনিয়র। আর এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ, দিয়েছেন এমন ইঙ্গিত। তাই ব্রাজিলের ২০ বছরের শিরোপা খরা কাটাতে নিজের সর্বোচ্চ দিতে প্রস্তুত ব্রাজিলের নাম্বার টেন।