২১শে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত এটা দিবালোকের মত স্পষ্টঃ সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
২১শে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত– এটা দিবালোকের মত স্পষ্ট। ধামাচাপা দিয়ে কেউই পার পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এদিকে, জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত- সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ২১ আগস্টের ঘটনায় খালেদাকে আসামী করার দাবি জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় । সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত কেউই পার পাবে না।এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, উটপাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনো মিথ্যা হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমানের ১৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রীর ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দু’জনই হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন। বিএনপিকে খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল উল্লেখ করে তিনি আরো বলেন, খালেদার হুকুম ও তারেক রহমানের সরাসরি নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিলো।