২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আপিলের শুনানি শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আপিলের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,করোনার কারণে দেরি হলেও শিগগিরই শুনানি হবে।
সকালে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন,একুশে আগস্টের হামলার প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে এসে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন। ওবায়দুল কাদের আরো বলেন, সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। এসময় আইভী রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, তিনি ছিলেন,একজন দেশপ্রেমিক এবং কর্মীবান্ধব নেত্রী।