২১ ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ কমে এসেছে। ২১ ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জের দরপাড়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এদিকে, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান টিকার আওতায় এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। এছাড়া, সারা বিশ্বেও খুলে দেয়া হচ্ছে স্কুল-কলেজ। তিনি বলেন, এখনও যেসব শিক্ষক-শিক্ষার্থীরা টিকা পায়নি, তাদের দ্রুত নেয়া উচিত। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মাদরাসার আরও ৪০ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, স্বাস্থ্যমন্ত্রী।