২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে এসেছে ইলিশ
- আপডেট সময় : ০৭:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে এসেছে ইলিশ। তবে ভরা মৌসুমেও দাম আকাশচুম্বী। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়লে কমে আসবে মাছের দাম। এদিকে, আলু এখনো কেজি প্রতি সর্বোচ্চ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। বাজারে শীতের সবজি উঠলেও, দাম এখনো নাগালের বাইরেই।
সাপ্তাহিক ছুটির দিনে মহাখালী ও বনানী কাঁচা বাজারের চিত্র এটি। ইলিশ নিধনের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার। বাজারে ইলিশ দেখা গেলেও, দাম সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন, বাজারে মাছ এলে কমবে দাম। চড়া দাম থাকায় চাষী ও হিমাগার ব্যবসায়ীরা বীজ আলু বিক্রি করে দিচ্ছেন। ফলে, কমে এসেছে বীজের মজুদ। এখনও দাম স্বাভাবিক সময়ের চেয়ে কেজিতে ২০-২৫ টাকা বেশি।
এদিকে, বাজারে রং বেরংএর শীতের সবজি উঠলেও দাম বেশ ধরাছোঁয়ার বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। কাঁচা মরিচের ঝাল কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা দরে। বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন, ক্ষুব্ধ ক্রেতারা। এছাড়া, দেশি পেঁয়াজ এখনো ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিম ও সব ধরণের মসলার দাম কমে এসেছে।