২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৪৩৬ তম দিনে গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষায় ৬৯৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৭৫ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪১ লাখ ৮৮ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৯ হাজার ৩৩০টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৬৩টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন।