২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমণ প্রায় ১২ লাখ, মৃত্যু ৪ হাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন। এর মধ্যে শুধু ফ্রান্সেই সংক্রমিত হয়েছে আড়াই লাখ। বিশ্বে প্রায় ৪ হাজার লোকের মৃত্যু হয়েছে।
এদিকে, ভারতের মহারাষ্ট্রের ১০ জনের বেশি মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে একদিনে সংক্রমণ বেড়েছে ৩৫ শতাংশ। দিল্লিতেই ৫০ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অস্থায়ী হাসপাতাল বানানোসহ ৫ দফা নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে কিছু কিছু বিধিনিষেধ আবারও চালু করা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অমিক্রণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে বাতিল হয়েছে আড়াই হাজারের বেশি ফ্লাইট। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বিলম্বে ছাড়ে ১০ হাজারের মতো ফ্লাইট।