২৪ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা জাতীয় পার্টির
- আপডেট সময় : ০৮:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। ইশতেহারে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু, ঢাকা থেকে ৫০ শতাংশ সদর দপ্তর স্থানান্তর, নির্বাচন পদ্ধতি সংস্কার, দুর্নীতি দমন কমিশনকে সরকারি প্রভাবমুক্ত রাখা, বিশেষ ক্ষমতা আইন বাতিল, কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন না করার অঙ্গীকারসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান সামনে রেখে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। ইশতেহারে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধের প্রতিশ্রুতির পাশাপাশি কোরাআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন না করার এবং ৫০ শতাংশ সরকারি দপ্তরের সদর অফিস ঢাকার বাইরে স্থানান্তরের অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহারে বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হয়। জাতীয় পার্টি জোটবদ্ধ না একক নির্বাচন করছে, তাও স্পষ্ট করেন মুজিবুল হক চুন্নু।