২৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের ধকল কাটিয়ে উঠতে সামাজিক নিরাপত্তাখাতে আরও ২৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি।
মঙ্গলবার এনইসি সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকার পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিপত্রে সই করেন। চুক্তি অনুযায়ী, কোভিড সংকট থেকে দেশের আর্থিক অবস্থার উন্নয়নে এ ঋণ ব্যবহার করা হবে। এ কর্মসূচির অধীনে মোট ৫০ কোটি ডলারের ঋণসহায়তা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গত অর্থবছরে ২৫ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭০ সালের সদস্যপদ লাভ করে। এরপর থেকে এ সংস্থা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আর্থিক সহায়তা করে আসছে।