২৫ বছর পর বিসিক শিল্প পার্কের প্লট বুঝে পাচ্ছেন উদ্যোক্তারা
- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৫ বছর পর সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ বুঝে পাচ্ছেন উদ্যোক্তারা। ঘুরবে কলকারখানার চাকা। কর্মসংস্থানের সৃষ্টি হবে অন্তত ১ লাখ লোকের। দীর্ঘ সময় পরে হলেও প্রকল্পটি শেষ হওয়ায় এবং প্লট পাবার আশায় খুশী উদ্যোক্তা ও সিরাজগঞ্জ বাসীসহ বেকার যুবকেরা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আওতায় ৪শ একরে যমুনা নদীর পশ্চিমে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদে বিসিক শিল্প পার্ক। শেখ হাসিনা সরকারের ১ম মেয়াদের শেষের দিকে উদ্বোধন করা হয়। ক্ষমতার পরিবর্তনের কারণে পরবর্তীতে প্রকল্পটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে।
২০১০ সালের জুলাইয়ে ৩’শ ৭৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্ধারণ করে ৪ বছর মেয়াদী প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের শুরুতেই ভূমি অধিগ্রহণের জটিলতাসহ বিভিন্ন সংকটের কারণে কয়েক দফা সময় বাড়ানো হয়। ফলে প্রকল্প ব্যয় বেড়েই চলেছে। উত্তাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অন্তত ১ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টিতে ২৫ বছর পর শেষ হয়েছে। সিরাজগঞ্জ বাসীসহ অনেকেই চাকুরি প্রত্যাশী ও শিল্প উদ্যোক্তারা আশায় বুক বেঁধেছে।
শিল্প পার্কে তিন ক্যাটাগরীর মোট ৮’শ ২৯টি প্লট থাকবে। এসব প্লটে অন্তত ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কলকারখানা স্থাপন হবে। মোট প্লটের ১০ ভাগ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। রপ্তানীমুখী আমদানী বিকল্প ও দেশীয় শিল্প স্থাপনে অগ্রাধিকার দেয়া হবে। অবকাঠামগত কাজ শেষে চলছে প্লট বরাদ্দের প্রক্রিয়া। জুলাইতে উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর হাত থেকে আনুষ্ঠানিকভাবে প্লট বরাদ্দ বুঝে নেবেন।