২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ : দীপু মনি
- আপডেট সময় : ০৭:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষার জন্য ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডা. দীপু মনি।
আগামী ৩০ এপ্রিল সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। করোনার কারণে দুই বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার শিক্ষর্থী, কেন্দ্র প্রতিষ্ঠান সংখ্যা বেড়েছে। প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।আগস্টের মাঝামাঝি এবার এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে বলেও জানান ডা. দীপু মনি।