২৭তম বিসিএসে বাদ পড়া ১হাজার ১৩৭ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
২৭তম বিসিএসে বাদ পড়া ১ হাজার ১৩৭ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের রায়ের ১৪ বছর পর রিভিউ পর্যায়ে লিভ টু আপিলটি বৃহস্পতিবার মঞ্জুর করে শুনানির দিন ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। এ আদেশের ফলে ২৭তম বিসিএস থেকে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য নির্ধারণী আপিল শুনানির দুয়ার খুলল বলে জানান আইনজীবীরা। ২৭ তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা ২০০৭ সাল তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করে দেয় সরকারি কর্মকমিশন, পিএসসি।
২০১০ সালে ২৭তম বিসিএস’র প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার বৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।