২৭ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
এশিয়া কাপে অংশ নিতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিকেলে দুবাইর উদ্দেশে ঢাকা ত্যাগ করে টাইগাররা।
আর মাত্র তিন দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটির ১৫তম আসর। আগামী ৩০ আগস্ট শারজায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। হেডকোচ রাসেল ডমিঙ্গোকে টি-টুয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার বদলে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার পরিকল্পনায় এবারের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এদিকে, ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। শেষ মুহূর্তে ডাক পেয়েছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।