একদিন বেড়ে ২৭ জুনও ঈদের ছুটি মন্ত্রিসভায় অনুমোদন
- আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়েছে সরকার। আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে ছুটি চলবে পয়লা জুলাই পর্যন্ত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন। তিনি বলেন, নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ওআইসিভুক্ত রাষ্ট্রসহ বহির্বিশ্বে কৃষিজাত পণ্যের নতুন বাজার খোঁজার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
ঈদ এলেই শেকড়ের টানে ঘরমুখো মানুষের এই স্রোত বলে দেয়, ইট পাথরের এই শহরে জীবিকার কারণে বাঁধা পড়লেও মায়ার বাঁধনে জড়ায় না কেউই। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উঠে আসে সাধারণ মানুষের ঈদ যাত্রা প্রসঙ্গ। ঈদুর ফিতরের স্বস্তিদায়ক অভিজ্ঞতা আমলে নিয়ে একদিন ছুটি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩ এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন ২০২৩ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের অর্থ বিভাগের কাছে পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের এই অর্থ হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।