২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার মহাসমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে
- আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার মহাসমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
সরকারের দমননীতির অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি দুপুর থেকে এ পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, সংখ্যা আরও বাড়বে। দলের সকল নেতাকর্মীদের সতর্ক থেকে যেকোনো মূল্যে মহাসমাবেশ সফলের আহবান জানান তিনি। দুপুরে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন খুলনা মহানগর বিএনপির এই নেতা। গ্রহনযোগ্য নির্বাচনের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ৬ মহানগরে মেয়র প্রার্থীদের নেতৃত্বে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। ২৭ ফেব্রুয়ারী খুলনার মহাসমাবেশে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমরের।