২৭ শতাংশ ভাড়া বাড়ানোর পর সারাদেশে বাস-ধর্মঘট প্রত্যাহার
- আপডেট সময় : ০৭:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
২৭ শতাংশ ভাড়া বাড়ানোর পর প্রত্যাহার করা হয়েছে পরিবহণ ধর্মঘট। বিকেলে ঢাকার বনানীতে বিআরটিএ ভবনে বৈঠকের পর এ ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। এসময় বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, দূরপাল্লার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা ও মহানগরে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। হঠাৎ তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবিতে তিন দিন পরিবহণ বন্ধ রাখে মালিক-শ্রমিকরা।
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবিতে গেল ৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও পণ্য পরিবহন ধর্মঘটের ঘোষনা দেয় সড়ক পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।
রোববার সকালে ধর্মঘট প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে বসে পরিবহন মালিক সমিতির নেতারা। টানা প্রায় ৫ ঘন্টা বৈঠকের পর সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন বিআরটিএ চেয়ারম্যান।
প্রজ্ঞাপনের পর থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে বলেও জানান, নূর মোহাম্মদ মজুমদার।
বৈঠকের সিদ্ধান্তকে সন্তোষজনক উল্লেখ করে সারাদেশের বাস মালিক-শ্রমিকদের গাড়ি চালানোর অনুরোধ জানান খন্দকার এনায়েত উল্যাহ।
রোববার থেকেই বাস চলাচল শুরু হবে বলেও জানায় পরিবহন মালিক সমিতি।