২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু : ফখরুল
- আপডেট সময় : ০৮:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মহাসমাবেশ থেকেই শুরু হবে আন্দোলনের মহাযাত্রা। এর আগেই জনগণের ভাষা বুঝে, সরকারকে পদত্যাগের আহবান জানান তিনি। বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির জনসমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। আর সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নির্ধারিত সময়ের আগে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ন হয়ে যায় নয়াপল্টনের প্রধান সড়কসহ পুরো এলাকা। জনসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগকে এবার আর গায়ের জোরে ক্ষমতায় যেতে দেয়া হবে না।
এই সরকারকে দেশের মানুষ আর একদিনও দেখতে চায় না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পূজার ছুটিতেই মানে মানে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব। সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। অনেক বাধা বিপত্তি আসবে তা উপেক্ষা করে সরকারের পতনের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।