২৮ এলাকার উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- আপডেট সময় : ০৭:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশের ২৮টি এলাকায় স্থানীয় সরকারের বিভিন্ন পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টি উপজেলা পরিষদ, চার সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর এবং ৫ পৌরসভার ১ মেয়র ও ৪ কাউন্সিলর এবং ৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন সম্পন্ন হয়। এখন চলছে ভোট গণনা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। নির্বাচনে অংশ নেন মোট ২১ প্রার্থী। এর মধ্যে একজন বিএনপির, বাকি ২০ জনই আওয়ামী লীগের। ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মেয়র ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোদাগাড়ীতে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের বাধা দেয়ার অভিযোগ ওঠে। এখানে মেয়র পদে লড়ছেন ৩ জন। আর সিটি কর্পোরেশেনের ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ৫ জন।