২৮ জুন ঢাকা-টরেন্টো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু
- আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
২৮ জুন বহুল প্রত্যাশিত ঢাকা-টরেন্টো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিতরি না হওয়া পর্যন্ত সপ্তাহে ৩ টি করে ইস্তাম্বুল হয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে।
সকালে বিমানের ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এসময় মিশর থেকে বোয়িংয়ের দুটি উড়োজাহাজ লিজ সংক্রান্ত ১১শ কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে দুদককে সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া স্বর্ণচোরাচালানে সাথে বিমানের লোকজন জড়িত জানিয়ে তিনি বলেন,যারাই ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মোস্তফা কামাল বলেন, নির্বিগ্নে যাতে হজ্জ যাত্রীরা সৌদি যেতে পারেন তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিমান। বিমান বর্তমানে লাভে আছে জানিয়ে বিমান এমডি বলেন, অতিতে বকেয়া পরিশোধে কাজ করছেন তারা।