২৮ দিন পর আজ খুলছে শাবিপ্রবির আবাসিক হল
- আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
২৮ দিন পর আজ খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। কাল থেকে শুরু হচ্ছে অনলাইনে ক্লাস। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হয়।
হল খুলে দেয়া ও অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্তের কথা জানিয়ে রেজিস্টার বলেন,‘করোনার কারণে এখন সশরীরে ক্লাস হবে না। তবে সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস নেয়া হবে। ২৬ দিনের মাথায় গত শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেদিন শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি। ইতোমধ্যেই বেশ কিছু দাবি মেনে নেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। অন্যদিকে, শিক্ষার্থীদের প্রধান দাবি উপাচার্যের পদত্যাগের বিষয়টি তিনি রাষ্ট্রপতিকে জানাবেন বলে আশ্বস্ত করার পরই আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করে আশা প্রকাশ করেন, পূর্বের অনাকাঙ্ক্ষিত বিষয় ভুলে সবাই সুস্থ পরিবেশে ক্লাস ও কাজ করবে।