২৮ ফেব্রুয়ারি থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
ভর্তুকী মুল্যে নিম্ন আয়ের মানুষের জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিন দফায় রমজানের পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এমন তথ্য জানান টিসিবির চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান।
সকালে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকার সিটির অধীন সকল বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ গ্রহণে মতবিনিময়ের সভার আয়োজন করে সংস্থাটি। এসময় দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ডলারের দাম না বাড়লে রমজানে আমদানি পণ্যের দাম বাড়বে না । আর ক্যাব বলছে, কেউ যাতে কৃত্তিম সংকট তৈরি করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সরকারকে।