৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
- আপডেট সময় : ০৫:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে আন্দোলনরত চা শ্রমিকরা। গতকাল দুই দফা বৈঠক শেষে আজ সকাল থেকে শুরু করার কথা থাকলেও, কোন শ্রমিক কাজে যোগ দেয়নি। তাদের দাবি অনুযায়ী ৩০০ টাকা না দেয়া পর্যন্ত ধর্মঘট চলবে। অবরোধ করলেও পরে, প্রশাসনের আশ্বাসে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সরে এসেছে চা শ্রমিকরা।
দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা। রবিবার সকাল থেকেই ৩’শ টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ করে তারা।
হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে ব্যাহত হয় যান চলাচল। সিলেটেও এয়ারপোর্ট সড়ক অবরোধ করে তারা। মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে চা বাগানে অবস্থান নিয়েছে শ্রমিকরা। বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে তারা।
আগামী ২৩ আগস্ট শ্রম অধিদফতরের মহাপরিচালকের সাথে শ্রমিক নেতাদের আবারও বৈঠকে মজুরির বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর প্রেক্ষিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় চা শ্রমিকরা।
সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, বুরজানসহ মোট ২২ টি চা বাগানের কোথাও কাজে ফিরে নি শ্রমিকরা। একই সাথে বন্ধ রয়েছে ফ্যাক্টরির কার্যক্রমও। ব্যানার-ফেস্টুন হাতে ভূখা মিছিল করে আন্দোলনকারীরা। নেতারা সাধারণ শ্রমিকদের সাথে কথা না বলেই ১৪৫ টাকায় সম্মত হয়েছে বলে নতুন মজুরি প্রত্যাখান করেছে তারা।
গত শনিবার শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সাথে শ্রমিক নেতাদের সভায় মধ্যস্থতা করেন স্থানীয় সংসদ সদস্য। ওই সভা থেকে দৈনিক মজুরি নির্ধারণের পর আন্দোলন থেকে সরে আসার কথা জানিয়েছিল শ্রমিক ইউনিয়ন।