৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে এএমসিএল-প্রাণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানী লিমিটেড এএমসিএল-প্রাণ ২০১৯-২০২০ সালে শেয়ার হোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার ভার্চ্যুয়াল মাধ্যমে কোম্পানীর ৩৫ তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় কোম্পানীর চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক মনোনীত উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সালাম এফসিএ,পরিচালক চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন, কোম্পানী সচিব অ্যাডভোকেট কাজী আবদুর রহমান ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানীর উল্লেখযোগ্য অগ্রগতি ও আগামি দিনে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য পরামর্শ দেন।