৩৩৪টি কন্টেইনার নিয়ে অস্বস্থিতে চট্টগ্রাম বন্দরে কর্তৃপক্ষ
- আপডেট সময় : ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ২১২৪ বার পড়া হয়েছে
বিভিন্ন ইয়ার্ডে বিপদজনক পন্যবাহী ৩৩৪টি কন্টেইনার নিয়ে অস্বস্থিতে পড়েছে চট্টগ্রাম বন্দরে কর্তৃপক্ষ। বন্দরকে ঝুঁকিমুক্ত করতে এসব কন্টেইনারের মধ্যে অন্তত ৪৮ টি কন্টেইনার দ্রুত সরিয়ে নেওয়া জরুরী বলে মনে করছেন তাঁরা। বিপদজনক এসব কন্টেইনার ঝুঁকি বাড়ানোর পাশাপাশি বন্দরের জায়গা দখল করে রাখায় দফায় দফায় চিঠি গেছে শুল্ক বিভাগে। আর শুল্ক কর্মকর্তারা বলছে, এসব বিপদজনক পন্য অপসারণে বিশেষ একশন প্ল্যান তৈরির কাজ চলছে
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ করা যায় ৫৩ হাজার ৫১৮ টিউস। এরমধ্যে ক্যালসিয়াম কার্বনেট, থিনার, সোডিয়াম সালফেট, ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং এজেন্টের মতো বিভিন্ন বিপদজনক ও দাহ্য রাসায়নিক পণ্যের কন্টেইনার আছে ৩৩৪টি। যা ৫ থেকে ২২ বছর পর্যন্ত পড়ে রয়েছে বিভিন্ন সেডে। এসব কন্টেইনারের মধ্যে ২৮৭টি এখনও নিলাম করা গেলেও ধ্বংস করার বিকল্প নেই ৪৮ কন্টেইনারের ক্ষেত্রে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, এসব কন্টেইনারের নিরাপত্তা নিশ্চিত বাড়তি মনোযোগ দিতে হচ্ছে তাঁদের। তাই বন্দরকে ঝুঁকিমুক্ত করতে কাস্টমসকে বারবার তাগিদ দিয়েও সুফল মিলছে না। ফুটেজ-১
ঝুঁকিপুর্ণ পণ্যে ভর্তি কন্টেইনারগুলো ধ্বংস করা শুল্ক কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সবপক্ষের সমন্বয়ে একটি মাস্টার প্লান তৈরী কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই নেয়া হবে পদক্ষেপ। ফুটেজ-২
তবে বন্দরকে ঝুকিমুক্ত করতে মাঝে মধ্যে অতি ঝুঁকিপুর্ণ কন্টেইনারগুলো সরিয়ে নেয়া হয়। সবশেষ গত সপ্তাহেও বিপদজনক পন্যবাহী ৪টি কন্টেইনার ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।